||বঙ্গকথন প্রতিবেদন||
ধর্ষণ মামলায় গ্রেপ্তার বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে কাউন্সিলর তাদের দেখে নেয়ার হুমকি দেন।
শনিবার দুপুরে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক পলি আফরোজ।
ছবি তোলাকে কেন্দ্র করে কাউন্সিলরের সহযোগীরা আদালত চত্বরে অবস্থান নেন এবং বাধার সৃষ্টি করেন। উপস্থিত চিত্র সাংবাদিকরা জানান, তাদের উদ্দেশ্য করে কাউন্সিলরও বিষয়টি দেখে নেয়ার হুঁশিয়ারি দেন।
এর আগে ১৪ জানুয়ারি সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে ধর্ষণ মামলার আসামি ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
ওইদিন সকালে নগরীর বিমান বন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কালাম মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন এক নারী। সবশেষ ১৩ জানুয়ারি রাতে নগরীর কালাম মোল্লার বাড়ির পাশে একটি টিনসেড ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ করা হয় মামলায়।
এসএ//এফএস