|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার।
২০ জুন এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার বলেন, এই ধরনের ঘটনা বৃদ্ধি সমাজ ও সরকারি কর্মকর্তাদের জন্য একটি গুরুতর সমস্যা।
তিনি বলেন, পাঞ্জাবে প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণ মামলা মোকাবিলায় জরুরি অবস্থা জারি করছে প্রশাসন।
মন্ত্রী জানান, বেশ কয়েকটি মামলার আসামিদের আটক করা হয়েছে। সরকার ধর্ষণবিরোধী অভিযান শুরু করেছে এবং শিক্ষার্থীদের স্কুলেও হয়রানি সম্পর্কে সতর্ক করা হচ্ছে।
গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচক-২০২১ এর তথ্য বলছে, নারী নির্যাতনের ঘটনায় ১৫৬টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩।
ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি এ প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, পাকিস্তানে গেলো চার বছরে ১৪ হাজার ৪৫৬টি ধর্ষণের রিপোর্ট পাওয়া গেছে। যেখানে সবচেয়ে বেশি এ ধরনের ঘটনা ঘটেছে পাঞ্জাবে।
দেশটির মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২১ সালে দেশটিতে কর্মক্ষেত্রে হয়রানির শিকার হন ২ হাজার ৭৮ জন নারী।
এবি//এফএস