||বঙ্গকথন প্রতিবেদন||
গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের আশ্বাসে পরিবহন ধর্মঘট স্থগিত করেছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ।
রোববার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সন্মেলন করে নেতৃবৃন্দ ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৬ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত কথা জানান তারা।
এর আগে শনিবার সন্ধ্যার দিকে সড়ক সংস্কারের দাবিতে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন বাস মালিক সমিতি। বাস মালিক সমিতির অভিযোগ, নির্মাণাধীন ওই সড়কটিতে এক্সপ্রেস ওয়ের কাজ না হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে প্রতিদিন কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাস মালিকরা।
এদিকে রোববার সকাল থেকে ধর্মঘট শুরু হলে টার্মিনাল ছেড়ে যায়নি ঢাকামুখী কোনও যানবাহন । ধর্মঘটের ব্যাপারে না জানায় বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন অনেক যাত্রী।
এসএ//এফএস