|| বাণিজ্য-অর্থনীতি প্রতিবেদন ||
তিন দিন ধর্মঘটে বন্ধ থাকার পর অবশেষে সচল হলো বেনাপোল বন্দর।
ভারতের পেট্রাপোল বন্দর নিরাপত্তায় নিয়োজিত সীমান্তরক্ষী বিএসএফের সঙ্গে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহারে আবারো চালু হয়েছে আমদানি বাণিজ্য। এদিকে ব্যবসায়ীরা বলছেন, এ ধর্মঘটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে তারাই পড়েছেন।
বুধবার দুপুর ১২টা থেকে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে থাকা পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ শুরু করে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কামাল হোসেন ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বলেন, পেট্রাপোল বন্দরে প্রবেশে পরিচয় পত্র দেখানো নিয়ে বঁনগা ট্রান্সপোর্ট কর্মচারীদের সঙ্গে দ্বন্দ্ব বাধে সীমান্তরক্ষী বিএসএফের। বিএসএফের এমন সিদ্ধান্তে কার্ডবিহীনরা বন্দরে প্রবেশ করতে না পারায় সোমবার থেকে আমদানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। তিন দিন পর বুধবার সকালে দুই পক্ষ্যের মধ্যে সমঝোতায় আগের নিয়মেই ট্রান্সপোর্ট কর্মচারীরা বন্দরে প্রবেশ করতে পারবে বলে জানান তিনি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ধর্মঘট তুলে নেয়ার পর দ্রুত যাতে এসব পণ্য ব্যবসায়ীরা খালাস করে নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
জেটি//এফএস