|| জেলা প্রতিবেদক, জয়পুরহাট ||
অস্বাভাবিক গতি আর বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার জয়পুরহাট কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানার একুশ বছর বয়সী ছেলে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে । এ ঘটনায় আরো সাতজন হয়েছেন আহত।
মঙ্গলবার পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র জানান, মঙ্গলবার বিকেলে জয়পুরহাট থেকে হৃদয় ও তার বন্ধুরা দুইটি মোটরসাইকেল নিয়ে ফিরছিলো। দুটি মোটরসাইকেলই দ্রুত গতিতে চলার সময় জয়পুরহাট – হিলি সড়কের দরগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল অন্যটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা কবলিত হয় তিনটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়রপুত্র হৃদয় হোসেনের৷ এসময় হৃদয়ের বন্ধু রনি,ছাব্বির ও নাজমুল ছাড়াও আহত হন আল-আমীন, মাসুদসহ আরো সাত জন। এদের মধ্যে গুরুতর আহত হওয়ায় রনি, আল-আমীন এবং সাব্বির কে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জেটি//আরজে