|| বিদেশ-বিভুঁই প্রতিবেদন ||
সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি।
ইউক্রেনে পরিচালিত এ হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে অন্ধকারময় সময় বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইউরোপিয়ান ইউনিয়ন। যা আগে কখনো বাস্তবায়ন করা হয়নি।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, রাশিয়ার বিরুদ্ধে অনেক বড় পরিসরে ও কৌশলগতভাবে নিষেধাজ্ঞার অনুমোদন দেয়া হবে।
একই সাথে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডসহ সীমান্ত রক্ষীরা সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে শত্রুদের জবাব দিচ্ছে।
এবি//এফএস