|| বঙ্গকথন প্রতিবেদন ||
দেশে করোনায় নতুন রোগী শনাক্ত এবং মৃত্যুর হার কমেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগের দিন ১ হাজার ৫৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ১৬ জনের। গেলো ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার ৫ দশমিক ৫৮। আগের দিন এ হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। এ ক্ষেত্রে করোনায় শনাক্ত ও মৃতের হার দুই কমেছে। এদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
জেটি//এফএস