|| বঙ্গকথন প্রতিবেদন ||
নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
২৬মে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ( কলেজ ও বিশ্ববিদ্যালয়) এবং ২৭মে সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।
২৪ মে রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল অভিযোগ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র হামলায় ছাত্রদলের নারী নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের ৮০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা সঙ্কটাপন্ন।
তিনি বলেন, ছাত্রদলের নারী নেত্রীদের সড়কে ফেলে পেটানো হয়েছে। দু’জন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে শহীদুল্লাহ হলের ড্রেনে ফেলে নির্যাতন করা হয়েছে। এ ছাড়াও চিকিৎসাধীন আহত নেতাকর্মী ও চিকিৎসকদের হয়রানী করছে ছাত্রলীগের কর্মীরা।
অভিযোগে তিনি আরো জানান, সরকারের উচ্চ পর্যায় থেকেই এ হামলার নির্দেশ দেয়া হয়েছে। সচেতন ছাত্র সমাজকে ‘সন্ত্রাসী: ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
এবি//এফএস