|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
আবারো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও দারিদ্র্যতার কারণে অনেক মেয়েই নিজের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। এ অবস্থায় আফগানিস্তানে নারী শিক্ষা হুমকির মুখে।
আফগানিস্তানে গেলো বছরের আগস্টে ক্ষমতা দখলকে কেন্দ্র করে ছয় মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ধাক্কা লাগে দেশটির অর্থনীতিতে। যার কারণে অনেকের কাছেই পড়াশোনা করাটা এখন কেবলই স্বপ্ন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ওয়াহিদা বায়াত জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খোলার সংবাদে আমি খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল আমি উচ্চ শিক্ষা লাভ করতে পারব। দুর্ভাগ্যবশত আমি আমার পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছি।
এবি//এফএস