|| খেলার মাঠ প্রতিবেদন ||
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের অবর্তমানে নাদালই ফেভারিট। তাই যেন ঠিক ফেভারিটের মতোই নাদাল ফ্রান্সের আন্দ্রিয়োঁ মানারিনোকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি।
রবিবার রড লেভার এরিনায় টুর্নামেন্টের নাদাল মান্নারিনোকে হারান ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২ ব্যবধানে। ২ ঘণ্টা ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি শেষ আটের টিকিট পান।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নাদাল মুখোমুখি হবেন কানাডার দেনিস শাপোভালোভের । এর আগে চোটের কারণে পাঁচ মাস বাইরে ছিলেন সাবেক এই নাম্বার ওয়ান। এবার ১২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার হাতছানি দিচ্ছে তাকে।
এসএস//এফএস