|| বিদেশ-বিভুঁই প্রতিবেদন ||
দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। দেশটির জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা কমতে থাকায় স্বস্তি ফিরেছে দেশটির নাগরিক এবং প্রবাসীদের মাঝে।
প্রাণঘাতী ওমিক্রনের দাপট কমেছে দক্ষিণ আফ্রিকায়। ভাইরাসের চতুর্থ ঢেউয়ের লাগাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। সংক্রমণের হার কমার পাশাপাশি কমে গেছে মৃত্যুর মিছিল।
অচলাবস্থা কেটে গিয়ে ব্যবসা-বাণিজ্য আবারো আগের মতো চাঙা হবে বলে আশাবাদী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।
দেশের জনগণের ব্যাপক হারে টিকা গ্রহণই সংক্রমণ রোধে সফলতার কারণ উল্লেখ করে টিকা গ্রহণের প্রতি আবারো গুরুত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।
প্রেসিডেন্ট জানান, দক্ষিণ আফ্রিকার দুটি কোম্পানি নিজস্ব অর্থায়নে এসপ্যাক এবং বায়োডেক টিকা উৎপাদন করবে।
এবি//এফএস