|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়া তাকবীর হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা একদিনের রিমান্ড নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বেলা ১১ টার দিকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরি জানান, মামলার অধিক তদন্তের জন্য রউফকে রিমান্ডে নেয়া হয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ২০২১ সালের ১১ মার্চ রাতে শহরের সাতমাথায় দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলামকে। পরে ১৫ মার্চ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহত তাকবীরের মা আফরোজা ইসলাম বাদি হয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রউফসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অভিযুক্ত আব্দুর রউফককে সংগঠন থেকে বহিস্কার করে। চারমাস পলাতক থাকার পর ২০ জুলাই রউফ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন।
জেটি//এফএস