|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। এর কিছুপরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে আগুন লাগে। কেবিনের একটি লাইট বিস্ফোরিত হওয়ায় ধোঁয়া দেখা দিয়েছিল। এতে হাসপাতালে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে আগুনের কোনো ফ্লেম হয়নি। পরিস্থিতি আশঙ্কামুক্ত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। পরে সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের থবর পাওয়া যায়নি।
জেটি//এফএস