||বঙ্গকথন প্রতিবেদন||
আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন । কোভিড’র কারণে দুই বছর স্থগিত ছিল এ আয়োজন। সকাল ১০টার দিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যান্য বছর জেলা প্রশাসকদের নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সম্মেলন হলেও এবার জেলা প্রশাসক সম্মেলনের ভেন্যু হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।
১৭ জানুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এবার সম্মেলনে অধিবেশন হবে মোট ২৫টি । অংশগ্রহণ করবে মোট ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগ। কার্য অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
এসএ//এফএস