|| বঙ্গকথন প্রতিবেদন ||
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে সংস্থাটি।
শনিবার বিকেল ৩টার দিকে মিন্টো রোডে অবস্থিত ডিএমপির হেডকোয়ার্টার্স থেকে র্যালিটি শুরু হয়।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে তার নেতৃত্বে র্যালি বের হয়।
বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয় র্যালিটি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক নাগরিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
জেটি//এফএস