|| জেলা প্রতিবেদক, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- মানিক হোসেন (২০), আলতাফ শেখ (৪৯), রফিক মোল্লা (৪৭) ও হায়দার আলী (৫০)।
এএসপি হাসিবুল ইসলাম জানান, রোববার গভীর রাতে একদল ডাকাত উপজেলার বাঐখোলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চার ডাকাতকে গ্রেফতার করলেও ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি হাঁসুয়া, দুটি ছোরা, একটি হাতুড়ি, একটি রেঞ্জ, একটি স্ত্রী ড্রাইভার (মারতুল) উদ্ধার করা হয়েছে।
হাসিবুল ইসলাম আরও জানান, গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে ২০টি থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এরা বেলকুচি, এনায়েতপুর, কামারখন্দ, উল্লাপাড়া, বেড়া ও হাইওয়ে রোডে ডাকতি করতেন।
জেটি//এফএস