|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
দক্ষিণ সুদানে খাদ্য সহায়তার কিছু অংশ স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। অর্থায়নের ঘাটতির কারণে এ কর্মসূচি বন্ধ করা হয়েছে। এর ফলে অনাহারের ঝুঁকিতে পড়েছে দেশটির ১৭ লাখ মানুষ।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএফপির খাদ্য সহায়তা স্থগিত করার এমন পদক্ষেপ দক্ষিণ সুদানের ৬২ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশকে প্রভাবিত করবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গভীর সংকটের মুখে পড়েছে আগে থেকেই তহবিল ঘাটতি নিয়ে আফ্রিকায় কাজ করে আসা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। দক্ষিণ সুদানে ডব্লিউএফপির খাদ্য সহায়তা স্থগিত করার সিদ্ধান্তে যা আরও স্পষ্ট হলো।
দক্ষিণ সুদানে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আদেইঙ্কা বাদেজো-সানোগো মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ অনাহারের বছরটি পার করছে দক্ষিণ সুদান। আমরা ইতোমধ্যেই একটি সংকটের মধ্যে আছি। কিন্তু পরিস্থিতি যেন আরও সংকটপূর্ণ না হয় আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। তবে দক্ষিণ সুদানে খাদ্য সহায়তা স্থগিত করার আগে সব বিকল্প পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ডব্লিউএফপি।
জেটি//এফএস