|| বঙ্গকথন প্রতিবেদন ||
ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে আড়াই বছরের সন্তানকে হত্যা করলেন বাবা।
১০ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চার বছর আগে বিয়ে হয়েছিলো সরকারপাড়া গ্রামের কৃষক জাকির হোসেনের। বছর ঘুরতে-না-ঘুরতেই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জান্নাতুল ফেরদৌস নামে আড়াই বছরের শিশুকে কুপিয়ে হত্যা করেন পিতা জাকির হোসেন। এ ঘটনার পর রাতেই ঘাতক পিতাকে আটক করেছে পুলিশ।
পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আটক করার পর হত্যার ঘটনা স্বীকার করেছেন জাকির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবি// এফএস