|| বঙ্গকথন প্রতিবেদন ||
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিধিনিষেধ জারি করেছে সরকার। আন্তঃনগর ট্রেনে যাত্রীদের এসব বিধিনিষেধ মানতে দেখা যায়নি।
সরকারের জারি করা ১১টি বিধিনিষেধে বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেয়া যাবে। সব প্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
শনিবার দুপুরে নরসিংদী থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, সিলেট থেকে কমলাপুরগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের টিকিট কাটতে গিয়ে কাউন্টার থেকে ফিরে যাচ্ছেন যাত্রীরা। কাউন্টার থেকে ফিরলেও প্লাটফর্ম ছাড়ছেন না কেউ। অনেকে বলছেন, জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে গাদাগাদি করে যাতায়াত করছেন তারা।
টিকিট ছাড়া ওঠায় চেকারদের কোনো বাধা দিতে দেখা যায়নি যাত্রীদের। এ বিষয়ে টিকিট চেকার ইব্রাহিম ভূঁইয়া ইমন বলেন, আমাদের কিছু করার থাকে না। যাত্রীদের এতো চাপ থাকে তাদের বাধা দিতে গেলে মারধরের শিকার হতে হয়। টিকিট ছাড়া গেলে জরিমানা বা প্রয়োজনীয় ব্যবস্থা নেই।
এবি//এফএস