||বঙ্গকথন প্রতিবেদন||
চাঞ্চল্যকর ও আলোচিত ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।

রোববার রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ইশতিয়াক আমিন ফুয়াদ, তার স্ত্রী কথিত আরজে সাইমা নীরা ও সাদমান সাকিব।
বিকেলে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এই সংঘবদ্ধ অপরাধী চক্র বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের রুমে আটকে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে ও ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করতো।
র্যাবের পরিচালক আরো বলেন, টাকা দিতে পারবে এবং মুখ খুলবে না এমন লোকজনকেই টার্গেট করতো এই চক্র। এছাড়া গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত ফোনে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।
এর আগে ২১ জানুয়ারি যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেন সাদ মুআ। সেই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে তিন জনকে গ্রেফতার করে র্যাব।
এসএ//এফএস