||খেলার মাঠ প্রতিবেদন||
কুয়ালালামপুরে কেনিয়াকে মাত্র ৪৫ রান গুটিয়ে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল। কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের খেলায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বুধবার মালয়েশিয়ার কিনরারা ওভাল গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৫ রান তোলে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করে ঋতু। আর সালমা ও হ্যাপির ব্যাটে এসেছে ৩৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রান করেই গুটিয়ে যায় কেনিয়া। তাদের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন শ্যারন জুমার। তিনি খেলেন ২০ বলে ২৪ রানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নিয়েছেন নাহিদা। এছাড়াও সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা।
বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৩ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে।
এসএ//এফএস