|| বঙ্গকথন প্রতিবেদন ||
আজ খুলে দেয়া হয়েছে স্কুল-কলেজ। সকাল থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করেছে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে। হাত স্যানিটাইজ করাসহ স্বাস্থ্যবিধি মেনে তাদের শ্রেণিকক্ষে ঢোকানো হয়।
শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। গড়ে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তবে কেবল করোনা টিকার দুটি ডোজ নেয়া শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। যাদের দুটি টিকা নেয়া হয়নি তাদের জুম ক্লাসে যুক্ত হতে নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হচ্ছে। টানা একমাস বন্ধ থাকায় প্রথম দিনের ক্লাসে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন শিক্ষকরা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকারের পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে ফেরার বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।
২০ ফেব্রুয়ারি মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর তা পরিচালনার বিষয়ে ২০ দফা গাইডলাইন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এবি//এফএস