|| বঙ্গকথন প্রতিবেদন ||
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
নিহতরা হচ্ছেন- শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)। শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মধুপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়। আহত হয় অন্তত ৫ জন।
পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আহতদের মধ্যে এক নারী মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেটি//এফএস