|| উপজেলা প্রতিবেদক, গাবতলী,বগুড়া ||
বগুড়া গাবতলী উপজেলার দূর্গাহাটার হাতিবান্ধা গ্রাম থেকে জুয়া খেলার অভিযোগে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হাতিবান্ধা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৩৭) ও আব্দুর রহিম (৩৫), জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৮), আনছার আলীর ছেলে আবু মুছা (২৪), আব্দুস সামাদের ছেলে মোনয়ারুল ইসলাম (৫০), মৃত মোজাহার আলীর ছেলে আতিকুর রহমান (৩২), আব্দুল ছালেকের ছেলে ওবাইদুল ইসলাম (২৮) এবং আলী প্রাং এর ছেলে রফিকুল ইসলাম (৩০)।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৩ হাজার ৬৯০ টাকা, মোবাইল ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
এবি//এফএস