|| বঙ্গকথন প্রতিবেদন ||
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকাল ১০ টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশ্যে রওনা হন তারা।
গত ২৬শে ফেব্রুয়ারি নিয়োগ পাওয়ার পরের দিন শপথ নেন বর্তমান কমিশন। এরপর সোমবার প্রথম দিনের অফিস শেষে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এবি//এফএস