|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
মিয়ানমারে সংগঠিত রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে শুরু হতে যাচ্ছে।
রোববার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২১ ফেব্রুয়ারি আইসিজেতে এ মামলার গণশুনানি শুরু হবে।
নেদারল্যান্ডসের দ্য হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে রোহিঙ্গা গণহত্যা মামলার ওপর চারদিন শুনানি চলবে বলে জানা গেছে।
এর আগে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ ও জাতিগত নিধন চালানোর অভিযোগে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।
২০১৯ সালে প্রথমবারের মতো এই মামলার প্রাথমিক শুনানি হয়। এতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইন ও বিচার মন্ত্রী আবুবকর তামবাদু। আর মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। তবে তিনি কারাগারে থাকায় মামলার শুনানিতে অংশ নেবেন দেশটির সামরিক জান্তা।
এবি//এফএস