|| বঙ্গকথন প্রতিবেদন ||
জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুতই আদেশ জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার সচিবালয়ে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হবে এ বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। এটি অনুমোদন হলে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেমিনারে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে নির্দেশনা দেয়া হবে। এখন শুধু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
জেটি//এফএস