||বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
উত্তর ভারত মহাসাগরে তৃতীয় যৌথ মহড়া চালিয়েছে ইরান, চীন ও রাশিয়া। শুক্রবার এ মহড়া অনুষ্ঠিত হয়েছে ।
ইরানের মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজোলদিনি বলেন, সশস্ত্র বাহিনী ও বিপ্লবী গার্ডসের নৌসেনারা ‘২০২২ নৌ নিরাপত্তা বেল্ট’ মহড়ায় অংশ নিয়েছেন।
১৭ হাজার বর্গ কিলোমিটার জুড়ে নৌশক্তি প্রদর্শন করেছেন তারা। দগ্ধ নৌযান উদ্ধার ও রাতের বেলা আকাশের লক্ষ্যবস্তুতে গুলি করাসহ বিভিন্ন কারিগরি চর্চা করা হয়েছে এ মহড়ায়।
মোস্তফা তাজোলদিনি জানান, বিশ্ব শান্তিতে সমর্থন দেয়া, নৌ নিরাপত্তা প্রতিষ্ঠা ও নৌ কমিউনিটি গড়তে তিন দেশের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা বাড়াতে এ মহড়া হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে জোর তাগিদ দিচ্ছেন ইব্রাহীম রাইসি।
এবি//এফএস