|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
গম রপ্তানি নিষিদ্ধের পর এবার চিনি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করতে চলেছে ভারত।
স্থানীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে গেলো ছয় বছরের মধ্যে প্রথমবার চিনি রপ্তানি সীমাবদ্ধ করার এমন সিদ্ধান্তে বৈশ্বিক খাদ্য সংকট আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক ভারত। দেশটি বিশ্বের অন্তত ১২১টি দেশে চিনি রপ্তানি করলেও তাদের প্রধান ক্রেতা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সুদান ও সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার ভারতীয় খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন, এ বছর দেশটি চিনি রপ্তানির সীমা এক কোটি টন নির্ধারণের পরিকল্পনা নিয়েছে। প্রাথমিকভাবে ভারত চিনি রপ্তানির সীমা ৮০ লাখ টন করার পরিকল্পনা নিয়েছিল।
সরকারি ভর্তুকি ছাড়া ভারতীয় কারখানাগুলো চলতি ২০২১-২২ বিপণনবর্ষে এ পর্যন্ত ৮৫ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে। এরই মধ্যে প্রায় ৭১ লাখ টন চিনি বিদেশে পাঠিয়েছেন তারা। বাংলাদেশে চিনির চাহিদার সিংহভাগই পূরণ হয় আমদানির মাধ্যমে।
এবি//এফএস