|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্স চার্লস রাজা হলে রানি হবেন কামিলা এমনি ইচ্ছার কথা জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেয়া এক বক্তব্যে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, এটা তার আন্তরিক ইচ্ছা যে কামিলা এ পদবিতে থাকবেন। রোববার আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯৫ বছর বয়সী রানি সবার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সবার আনুগত্য ও স্নেহের জন্য আমি চির কৃতজ্ঞ। আমার ছেলে চার্লস যখন রাজা ও তার স্ত্রী কামিলা রানি হবেন তখন সবাই তাদের একইভাবে সমর্থন করবেন। সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়না মারা যাবার পর ২০০৫ সালে প্রিন্স চার্লস কামিলাকে বিয়ে করেন।
জেটি//এফএস