||খেলার মাঠ প্রতিবেদন||
রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়ারদের একজন ফ্রান্সিসকো পাকো গেন্তো মারা গেছেন। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে মঙ্গলবার এক বিবৃতিতে ইউরোপের সফলতম ক্লাবটি ৮৮ বছর বয়সী গেন্তোর মৃত্যুর খবর জানায়।
গেন্তো ১৯৫৩ থেকে ৭১ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৬টি ইউরোপিয়ান কাপ জেতার কীর্তি গড়েছিলেন। এছাড়াও লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তিনি ১২টি লিগ শিরোপা, ২টি কোপা দেল রে এবং ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন। স্পেনের জাতীয় দলের জার্সিতে ৪৩ ম্যাচ খেলা গেন্তো ছিলেন ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে স্পেন দলে।
এসএস//এফএস