|| বঙ্গকথন প্রতিবেদন ||
চলতি বছরের মধ্যে সবার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বছরের ডিসেম্বর নাগাদ টিকা নিতে সক্ষম সবাইকে পূর্ণ ডোজের আওতায় আনা হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। দেশের ৭০ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। ৮২ শতাংশ টার্গেটেড পিপলের টিকা দেয়া হয়েছে। এখনও টিকা নেয়নি দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ। সবাইকে টিকা নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, হাসপাতালে এখন রোগীর সংখ্যা আড়াই হাজারের মতো। টিকা নেয়ার কারণে মৃত্যুহার সেভাবে বাড়েনি, অন্য দেশে যেভাবে বেড়েছে।
এবি//এফএস