|| বঙ্গকথন প্রতিবেদন ||
চট্টগ্রাম মহানগরীতে পরিবহন ব্যবস্থার জন্য একটি দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান এবং মেট্রোরেল চালু করতে সম্ভাব্যতা যাচাই করবে সরকার। আর এতে সহায়তা করবে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)।
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এর আগে সেতুমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন এবং কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর খিম থে হিয়ন। সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, দক্ষিণ কোরিয়া সরকারের ৫১ কোটি টাকা অনুদানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকার জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা বা মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে। এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে। এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
জেটি//এফএস