||বঙ্গকথন প্রতিবেদন||
চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ১ হাজার ছাড়িয়েছে। গেলো ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৬৪ শতাংশ।
রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। তবে এ সময়ের মধ্যে করোনায় মৃত্যুবরণ শুন্য।
নতুন করে আক্রান্ত ১ হাজারের মধ্যে ৮২২ জন মহানগর এলাকার ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মহামরি শুরুর পর এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ১২৩ জন। মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে।
এসএ//এফএস