|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৯ জন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পশ্চিম অঞ্চলের বোগোসো এবং বাউডি শহরের মধ্যে অ্যাপিয়াতে বিস্ফোরণটি ঘটে। এ বিস্ফোরণে প্রায় ৫০০টি ভবন ধসে পড়েছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে বিস্ফোরণের বিষয়টি জানানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল খনি এলাকায়। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ফলে ট্রাকেই বিস্ফোরণ ঘটতে শুরু হয়। এতে বহু বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়।
এ ঘটনায় ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-অ্যাডো এক টুইট বার্তায় বলেন, বিস্ফোরণের ফলে বহু জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
জেটি//এফএস