||বঙ্গকথন প্রতিবেদন||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার গ্রেপ্তার নেতা-কর্মীদের জামিনের জন্য আদালতে যান। সোমবার সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) নুরুন্নাহারের আদালতে জামিন শুনানি করেন।
তৈমুর বলেন, ‘আদালতে শুনানিতে বলেছি, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের চেহারা উন্মোচিত হয়েছে। আমি যদি নির্বাচনে অংশ নিয়ে কোনো ভুল করে থাকি, তাহলে আমার দুজন গাড়িচালকসহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেয়া হোক, আমাকে গ্রেপ্তার করা হোক।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, জামিন শুনানি হয়েছে। আদালত আদেশের জন্য রেখেছেন।
১৪ ডিসেম্বর তৈমুরের সমর্থক মমতাজ মিয়াসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএ//এফএস