|| বঙ্গকথন প্রতিবেদন ||
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ৪টি দাবি জানান।
দাবিগুলো হলো- ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বসবাস করা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ছাত্রী ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার করা এবং ধর্ষণ-সম্পর্কিত সব বিষয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রধানমন্ত্রীকে অবহিত করা। এ সকল দাবিতে লিখিতভাবে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
এদিকে এ ঘটনায় শুক্রবার ভিসির কক্ষে পরবর্তী সময়ে করণীয় বিষয়ে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোক্টর, শিক্ষক সমিতির নেতা প্রমুখ। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিলের আয়োজন করেছেন।
জেটি//এফএস