||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
লাক্স তারকা বিদ্যা সিনহা মিম গত বছর তাঁর জন্মদিনে সনি পোদ্দারের সাথে বাগদান সেড়ে নেন। ছয় বছর আগে বান্ধবীর মাধ্যমে সনির সাথে পরিচয়ের পর তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সর্ম্পককে সম্মান দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন মিম। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। জানা গেছে, সনাতন ধর্ম রীতি মেনে বিয়ে করেছেন এ তারকার।

বিয়ের খবর পুরোটা চেপে গেলেও তা প্রকাশ পেয়ে যায়। শুধু তা-ই নয়, সোমবারের গায়ে হলুদের অনুষ্ঠানও একেবারে গোপনেই সেরেছেন। বিয়ের অনুষ্ঠানেও কঠোর গোপনীয়তা অবলম্বন করেছিলেন এই নায়িকা। তবে সে গোপনীয়তা পুরোপুরি রক্ষা করতে পারেননি, কেননা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে মিমের বিয়ের ছবি।
মিমের স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। মিম ও সনির বিয়েতে চলচ্চিত্র ও শোবিজ দুনিয়ার একাধিকজন উপস্থিত ছিলেন তবে গোপনীয়তা রক্ষার শর্তে ।
এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির অপেক্ষায়।
এসএ//এফএস