|| সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন ||
গীতিকার কাওসার আহমেদ চৌধুরীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
২২ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি, রক্তের সংক্রমণসহ একাধিক জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন বলে জানা গেছে। গেল বুধবার তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়, পরে সেখান থেকে ধানমন্ডি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
কাওসার আহমেদ চৌধুরী ছিলেন একজন কবি, চিত্রশিল্পী এবং চিত্রনাট্যকার। তার লেখা আমায় ডেকো না ফেরানো যাবে না, যেখানে সীমান্ত তোমার’র মতো কালজয়ী সব গান। গণমাধ্যমে প্রকাশিত তার রাশিফল অর্জন করে পাঠকপ্রিয়তা ।
এবি//এফএস