|| বঙ্গকথন প্রতিবেদন ||
করোনার প্রথম ডোজের গণটিকা কর্মসূচি আজ সোমবার শেষ হয়েছে। তৃতীয় দিনে সকাল সাড়ে ৮টায় আটাশ হাজার কেন্দ্রে শুরু হয় এ টিকাদান।
যারা নিবন্ধন করেছে, কিন্তু এখনও এসএমএস পাননি, টিকা নিতে পারবেন তারাও। এছাড়া, বারো বছর পার হলে নিবন্ধন ছাড়াও কেন্দ্রে গিয়ে টিকা নেয়ার সুযোগ রয়েছে। একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি নেয়া হয় ২৬শে ফেব্রুয়ারি। এতে আগ্রহীদের বিপুল সাড়া মেলায় এই কার্যক্রম বাড়ানো হয়েছে আরো দুদিন।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, দেশে করোনা টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রথম ডোজের টিকাদান চালু থাকছে। শনিবার একদিনে দেশের এক কোটি বিশ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এখন পর্যন্ত দেশের ৭৩ শতাংশ মানুষকে এই টিকার অন্তত এক ডোজ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
রাজধানী ছাড়াও সারা দেশের টিকাদান কেন্দ্রগুলোতেও ছিল ভিড়। গেল এক বছর গুরুত্ব না দিলেও, সরকারি নানা বিধিনিষেধের কারণে এখন টিকা নিচ্ছেন অনেকে।
সারাদেশে বিপুল সাড়া পাওয়ায় চট্টগ্রাম, খুলনা সহ দেশের আটাশ হাজার টিকাদানকেন্দ্রে আজও চলবে গণটিকাদান কর্মসূচী।
এবি//এফএস