|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন পর আবারো শিক্ষা-কার্যক্রম শুরু হয়েছে। গেলো বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকেই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
কাবুলসহ শীতপ্রধান প্রদেশগুলোতে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি ক্লাসে অংশ নিয়েছেন নারীরাও। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ছাত্র-ছাত্রীকে আলাদা ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে।
আগের দফায় নারী শিক্ষা বন্ধ রাখায় আন্তর্জাতিক মহল এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। যদিও তালেবান সরকার বলছে, এবার আগের মতো কঠোর হবে না তারা।
কয়েকটি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আলাদা গেট দিয়ে ঢুকতে দেখা গেছে। কর্তৃপক্ষ বলছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই নেয়া হয়েছে এই নিরাপত্তা। প্রতিটা গাড়িই তারা ভালোভাবে চেক করছে।
এদিকে, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
এবি//এফএস