|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
কুয়েতের আবাসিক এলাকা ফারওয়ানিয়ার একটি ভবনে অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন ৬ জন ।
দেশটির পাবলিক ফায়ার সার্ভিসের জনসংযোগ ও মিডিয়া বিভাগ জানিয়েছে, পঞ্চম তলায় একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জানুয়ারি ভোররাতে প্রবাসী একজন পুরুষ এবং পাঁচজন এশিয়ান নারী দম বন্ধ হয়ে মারা যায়।
ফারওয়ানিয়া ও জিলিব আল-শুইউখ কেন্দ্রের অগ্নিনির্বাপক দলগুলি আগুন নিয়ন্ত্রণে আনে।
এবি//আরজে