|| বঙ্গকথন প্রতিবেদন ||
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস খাদে পড়ে শাহ আলম টুটুল (৪৫) নামে এক মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন।
শনিবার বিকেলে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, চাঁদপুর থেকে ঢাকার দিকে বেপরোয়া গতিতে আসা পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস একই দিকে যাওয়া একটি মারুতি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
এবি//এফএস