|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি কিলিৎসেকো বলেছেন, শহরে কোনো রুশ বাহিনী নেই। হামলার বিরুদ্ধে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। কিয়েভ শহরে কোনো রুশ সেনা ঢুকতে পারেনি।
রোববার তিনি বলেন, অন্তর্ঘাতকদের চিহ্নিত করে নিঃশ্বেষ করছে সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা কর্মকর্তারা।
বিভিন্ন গণমাধ্যম বলছে, কিয়েভজুড়ে ঠাণ্ডা ও নীরবতা। সড়কে কেবল পুলিশ, সামরিক বাহিনী ও সশস্ত্র সেচ্ছাসেবীদের দেখা যাচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় ভিতালি কিলিৎসেকো বলেন, রাশিয়ার হামলা শুরু হওয়ার পর কিয়েভে ৯ বেসামরিক নাগরিক নিখোঁজ কিংবা হত্যার শিকার হয়েছেন। শুক্রবার থেকে শহরের উপকণ্ঠে অবস্থান করছে রুশ সামরিক বাহিনী। এদিকে দ্য হেগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে ইউক্রেন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এমন দাবি করেছেন। তিনি বলেন, আগ্রাসনকে ন্যায্যতা দিতে গণহত্যার ধারণাকে বিকৃত করছে রাশিয়া। দ্রুতই রাশিয়ার বিরুদ্ধে বিচার শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেটি//এফএস