|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিয়েভে চলা কারফিউ তুলে নেয়া হয়েছে।
গেলো দুদিন দেশটিতে কারফিউ জারি ছিল।
সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পঞ্চম দিনের মতো ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
সোমবার ইউক্রেনে ভোর থেকে সাইরেন বাজিয়ে শুরু হয় বিমান হামলা। এ ছাড়া চেরনিহিভ শহরে রাতভর গোলাবর্ষণ করা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। এরপর বিশ্বে আলোচনা শুধুই ইউক্রেন যুদ্ধ নিয়ে।
এবি//এফএস