||বঙ্গকথন প্রতিবেদন||
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে। এতে ভয়ে কেন্দ্র ত্যাগ করেন ভোটাররা।
২৩ নম্বর ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ লাটিম ও ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লাটিম প্রতীকের কয়েকজন সমর্থক কেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন। এ সময় ঠেলাগাড়ি পক্ষের একজন সমর্থক তা নিয়ে পুলিশের কাছে আপত্তি জানালে লাটিম প্রতীকের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক শোভন ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরে স্ট্রাইকিং ফোর্স এসে কেন্দ্রের সামনে অবস্থান নেয়। এখন পরিস্থিতি শান্ত আছে।
এসএ//এফএস