||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হন চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। ১৬ জানুয়ারি তিনি বাসা থেকে বের হলে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার দিবাগত রাতে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল।
মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক কাজী রমজানুল হক জানান, সোমবার ঢাকার কেরানীগঞ্জ হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি টুকরো করে দুটি বস্তায় ভরে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এর আগে শিমু নিখোঁজে হওয়ার বিষয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছি। এ ঘটনায় এখানো কোনো মামলা হয়নি। তবে মামলা কলাবাগান না কেরানীগঞ্জ থানায় হবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এসএ//এফএস