|| বঙ্গকথন প্রতিবেদন ||
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো এক হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৮৩৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।
এবি//এফএস