|| খেলার মাঠ প্রতিবেদন ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলকে ঘিরে দিন বা তারিখ পরিবর্তন যেন শেষই হচ্ছে না। করোনার নতুন ধরন ওমিক্রনের কারনেই চলছে দিন বদলানোর খেলা। তবে ভেন্যু সংখ্যা কমলেও ৩ ফেব্রুয়ারিতেই শুরু হবে বিপিএল ফুটবল।
ফুটবল পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভেন্যুর সংখ্যা কমে ৯ টির পরিবর্তে ৭ টি ভেন্যুতে খেলা হবে। ৭ টি ভেন্যু: বসুন্ধরা, সিলেট, মুন্সিগঞ্জ, রাজশাহী, টঙ্গী, কুমিল্লা, গোপালগঞ্জ। এবারে টঙ্গী ও ময়মনসিংহে খেলা হচ্ছে না। কুমিল্লা ছাড়া সব ভেন্যুতে যথাসময়ে খেলা শুরু হবে।
এ টুর্নামেন্টে থাকছে না কোন বিদেশি রেফারি। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী আরো বলেন, ‘কুমিল্লার মাঠে ক্রিকেট পিচ আছে। সেখানে ফুটবল আয়োজনে সমস্যা হতে পারে। তাই এই ভেন্যু বাদ দেয়া হয়েছে।
জেটি//এফএস