|| বঙ্গকথন প্রতিবেদন ||
কক্সবাজারের টেকনাফে পৌনে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশ সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
শনিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
অজ্ঞাত আসামিদের আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
এবি//এফএস